আফতাবনগরে বসানো যাবে না গরুর হাট, আপিলেও আদেশ বহাল
প্রকাশিত:
৩ জুন ২০২৪ ১২:০৬
আপডেট:
১ আগস্ট ২০২৫ ২১:০৪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর সিটি করপোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে রাজধানীর এই আবাসিক এলাকায় গরুর হাট বসানোর আর সুযোগ নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার (৩ জুন) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে গত ৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ। এ ব্যাপারে রুলও জারি করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: