শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


আপিল শর্তে এক মাসের জামিন ড. ইউনূসের


প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৪ ১৬:২৩

আপডেট:
১৭ মে ২০২৪ ২৩:৩৬

ছবি- সংগৃহীত

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা ঘোষণার পর আপিল করার শর্তে এক মাসের জামিন পেয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন।

এ মামলায় ড. ইউনূসসহ চার আসামিকে শ্রম আইন ৩০৩ (ঙ) ধারা লঙ্ঘন করায় ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা; অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও শ্রম আইনে ৩০৭ লঙ্ঘন করায় ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।

মামলায় অন্য আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

ড. ইউনূসের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আবদুল্লাহ আল নোমান।

উল্লেখ্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top