শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


মেরিডিয়ান ফুডসকে ২২ লাখ টাকা জরিমানা


প্রকাশিত:
৪ অক্টোবর ২০২০ ০২:০৪

আপডেট:
৪ অক্টোবর ২০২০ ০২:০৫

ফাইল ছবি

অনুমোদনহীন পণ্য উৎপাদন ও বাজারজাত করায় চট্টগ্রামে মেরিডিয়ান ফুডসকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করে র‌্যাব-৭ এবং বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব হেডকোর্য়াটারের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু পরিচালিত ভ্রাম্যমাণ আদালত একই এলাকায় অবস্থিত বিএসপি ফুডসকেও ২১ লাখ টাকা জরিমানা করেছে।

র‌্যাব-৭ এর এএসপি তারেক আজিজ বলেন, মেরিডিয়ান ফুডসের কারখানায় অনুমোদনহীন পণ্য উৎপাদন, মেয়াদ ছাড়া উপকরণ দিয়ে বিভিন্ন খাদ্যপণ্য বানানোর প্রমান মিলেছে এবং তারা মেয়াদ উত্তীর্ণ হওয়া পণ্য বাজারজাত করছিল।

তিনি বলেন, “তারা অপরিচ্ছন্ন পরিবেশে কাপড়ের রং দিয়ে খাদ্য উৎপাদন করার বিষয়টি আমরা অভিযানে পেয়েছি।”

সে কারণে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু মেরিডিয়ান ফুডসকে ২২ লাখ টাকা জরিমানা করেন।
বিএসপি ফুডসও অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাত করছিল বলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে।

অভিযানে উভয় প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ রং, কেমিক্যাল, স্যাকারিন, নাইট্রিক ও সাইট্রিক এসিডসহ বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ হওয়া খাদ্যপণ্য জব্দ করা হয়।


সম্পর্কিত বিষয়:

চট্টগ্রাম আদালত জরিমানা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top