দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ৯
 প্রকাশিত: 
                                                ১৮ জুলাই ২০২২ ২০:১৮
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৮:২২
                                                
 
                                        দক্ষিণ আফ্রিকার দুই প্রদেশে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে মোট ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা। হামলাকারীদের ধরতে ইতোমধ্যেই অভিযান শুরু করেছে দেশটির পুলিশ।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দক্ষিণ থেম্বেলিহলে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল লোক রাস্তার পাশে খেলছিল। ওই সময় তাদের ওপর হামলা চালায় অস্ত্রধারীরা।
গতকাল রবিবার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় চারজন লোক ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুলিবিদ্ধ আরও দুজনকে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়। পরে একজনের প্রাণ চলে যায়।
থেম্বেলিহেলে পৃথক ঘটনায় আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। তার মোবাইল ও সাইকেল ছিনতাই হয়েছে। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ধরনের হামলার ঘটনাকে ভয়াবহ অ্যাখা দিয়েছেন আঞ্চলিক পুলিশ কমিশনার ইলিয়াস মাওলা।
ওয়েস্টার্ন কেপ প্রদেশের খায়েলিতশা শহরে শনিবার রাতে তিনটি খুনের ঘটনার তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র: আলজাজিরা
সম্পর্কিত বিষয়:
দক্ষিণ আফ্রিকা


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: