শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


এবার ফিনল্যান্ড সীমান্তে ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২২ ২২:৪৮

আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৫:৫২

রাশিয়ার ‍এস-৩০০ ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

ফিনল্যান্ড সীমান্তে ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে যাচ্ছে রাশিয়া। ব্রিটিশ বহুল প্রচলিত দৈনিক ডেইলি মেইলের বরাত দিয়ে এমন খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। খবরে জানানো হয়, নিজের ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো উত্তর-পশ্চিমে ফিনল্যান্ড সীমান্তের দিকে নিয়ে যাচ্ছে রাশিয়া।

মঙ্গলবার ১২ এপ্রিল প্রকাশিত খবরে বলা হয়, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার ব্যাপারে ফিনল্যান্ডকে হুঁশিয়ার করে দেয়ার পর ওই দেশের সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ অন্যান্য সামরিক সরঞ্জাম স্থানান্তর করার কাজ শুরু করছে রাশিয়া।

সম্প্রতি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দেয়ার আগ্রহ দেখায়। গেল সপ্তাহে ব্রাসেলসে জোটের শীর্ষ কূটনীতিকদের মধ্যে বৈঠকে চলতি বছরেই সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যুক্ত করার সিদ্ধান্ত হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিতের পর রাশিয়ার পক্ষ থেকে এমন কর্মকান্ডের খবর পাওয়া গেল।

এসএন/জুআসা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top