রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জঙ্গি হামলায় নিহত ৯


প্রকাশিত:
২৯ জুন ২০২০ ২২:৪৮

আপডেট:
২৯ জুন ২০২০ ২২:৫৫

ছবি: সংগৃহীত

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে (পিএসএক্স) ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় চার হামলাকারীসহ কমপক্ষে ৯ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, আজ সোমবার সকাল ১০টার দিকে হামলাকারীরা করাচিতে অবস্থিত পাকিস্তান স্টক এক্সচেঞ্জে ঢোকার চেষ্টা করে। পরে নিরাপত্তাবাহিনীর গুলিতে চার হামলাকারী নিহত হয়। হামলাকারীরা চারজনই ছিল বলে দাবি করাচি পুলিশের।

জঙ্গি হামলায় পুলিশের এক পরিদর্শক, একাদিক নিরাপত্তাকর্মী ও একজন সাধারণ নাগরিক নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, এতে সব মিলিয়ে নয়জন নিহত হয়েছে।

পুলিশ পাকিস্তান স্টক এক্সচেঞ্জের বাইরে পার্কিং করা একটি গাড়ি জব্দ করেছে। ধারণা করেছে হামলাকারীরা এই গাড়িতে করেই এসেছিল।

পুলিশ সার্জন ড. কারার আহমেদ আব্বাসী জানিয়েছেন, সাতটি মরদেহ ও আহত সাতজনকে করাচির ড. রুথ পফাউ সিভিল হাসপাতালে আনা হয়েছে।

পুলিশ কর্মকর্তা রিজওয়ান আহাম্মেদ জানান, হামলাকারীদের লাশের পাশে খাবার সামগ্রী পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে তারা স্টক এক্সচেঞ্জ জিম্মি করতে চেয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top