শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


ভারতে বজ্রপাতে ১০৭ জনের মৃত্যু


প্রকাশিত:
২৭ জুন ২০২০ ০০:১৪

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০২:১১

ছবি: সংগৃহীত

ভারতের বিহার ও উত্তর প্রদেশে বজ্রপাতে ১০৭ জনের মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বজ্রপাতে বৃহস্পতিবার বিহারে ৮৩ এবং উত্তর প্রদেশে ২৪ জনসহ মোট ১০৭ জন মারা গেছে।

দেশটির আবহাওয়াবিদরা উভয় রাজ্যের জনগণকে ঘরে থাকার পরামর্শ দিয়ে বলেছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আরো বেশি বজ্রপাত হতে পারে।

বিহারে মোট ২৩টি জেলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। রাজ্যের উত্তরাঞ্চালীয় গোপালগঞ্জে সর্বাধিক ১৩ জন মারা গেছে। এ ছাড়া মাধুবানীতে আটজন মারা গেছে।

ভাগলপুর ও সিওয়ানে ছয়জন করে মারা গেছে। এ ছাড়া পূর্ব চম্পারান, দারভাঙ্গা, ভাগলপুর এবং বাংকায় পাঁচজন করে মারা গেছে বলে প্রতিবেদনে বলা হয়।

বজ্রপাতে উত্তর প্রদেশে দিওরিয়ায় নয়জন, প্রয়াগরাজে ছয়জন, আম্বেদকরনগরে তিন এবং বড়বঙ্কিতে দুজন নিহত হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য দুটিতে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, রাজ্য সরকারগুলো ত্রাণ ও পুনর্বাসনের জন্য কাজ করছে।

ভারতীয় রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বজ্রপাতে বিহার রাজ্যের ২৩টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবহাওয়া অফিস নেপালের সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয়, বন্যাকবলিত জেলাগুলোতে ‘ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত’সহ সামনের কয়েকদিনের মধ্যে রাজ্যের ৩৮টি জেলায় বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top