এবার ইউক্রেনের দোনবাসে সামরিক শক্তি ব্যবহারের কথা বললেন পুতিন
প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২২ ২১:৪৮
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৬:২৪

ইউক্রেনে অবস্থিত দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পর ওই অঞ্চলের আরেক বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত এলাকা দোনবাসে সামরিক শক্তি ব্যবহারের কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার ২২ ফেব্রুয়ারি রাতে টেলিভিশন ভাষণে ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্ককে স্বীকৃতি দেয়ার পর এমন ঘোষণা দেন তিনি। এ সময় স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া ইউক্রেনের এ দুই এলাকায় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের কথাও জানান রাশিয়ার প্রেসিডেন্ট। কারণ হিসেবে পুতিন বলেন, ইউক্রেন সরকার মিনস্ক চুক্তি লঙ্ঘন করায় দোনেস্ক ও লুহানস্ককে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে রাশিয়া।
এদিকে ইউক্রেনের দোনবাসে সামরিক শক্তি ব্যবহারে কারণ হিসেবে পুতিন বলেন, দোনবাস অঞ্চলের জনগণ নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। তাদের ওপর গণহত্যার মতো আশঙ্কা করে, এমন বাস্তবতায় চুপ থাকা যায়না বলে দাবি করে পুতিন।
তবে সামরিক শক্তি ব্যবহার বন্ধের শর্ত হিসেবে ইউক্রেনের কাছ থেকে ন্যাটোতে যোগ না দেয়ার অঙ্গীকার চান রাশিয়ার প্রেসিডেন্ট। দোনেস্ক ও লুহানস্কে সেনা পাঠানোর প্রস্তাবে সমর্থন পাওয়ার পর সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না, কিয়েভের পক্ষ থেকে এমন ঘোষণাই বর্তমান সঙ্কট সমাধানের সবচেয়ে ভালো উপায়।
এসএন/জুআসা/২০২২
সম্পর্কিত বিষয়:
দোনেস্ক ও লুহানস্ক দোনবাস বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত এলাকা রাশিয়ার সামরিক শক্তি ব্যবহার ন্যাটো ন্যাটো জোট
আপনার মূল্যবান মতামত দিন: