বিশ্বে করোনায় আরও ৭ হাজারের বেশি মৃত্যু
প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২১ ২১:০২
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১০:৫২

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৮৮ হাজারের বেশি মানুষের।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ লাখ ৫৭ হাজার ৭৪৯ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৪৭৬ জনের।
সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার ৮৭১ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৩২৭ জন। এর আগের দিন করোনায় মারা ৭ হাজার ৯১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৮৮ হাজার ১৪৪ জনের।
আপনার মূল্যবান মতামত দিন: