আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান
প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২১ ১২:০৪
আপডেট:
১ আগস্ট ২০২৫ ১৫:৩৮

বাংলাদেশ সময় রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপানের ইজু দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৪।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য প্রথমে জাপানে ভূমিকম্পের মাত্রা ৬.৬ জানিয়েছিল। পরে তা সংশোধন করে ৬.৪ জানানো হয়।
ইউএসজিএসের তথ্যমতে, শনিবার আঘাত হানা শক্তিশালী এ ভূকম্পনের উৎপত্তিস্থল টোকিওর হাচিজো দ্বীপ থেকে ৩৬১ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৬ দশমিক ১ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
আপনার মূল্যবান মতামত দিন: