ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে ২৭ অভিবাসীর মৃত্যু
প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২১ ০৩:০৮
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৩:১১

অভিবাসনপ্রত্যাশীরা মানবপাচারকারী চক্রের মাধ্যমে ফ্রান্স থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে ৫ নারী ও একটি শিশুসহ ২৭ জন অভিবাসী মারা গেছেন। খবর-বিবিসি।
বৃহস্পতিবার বিবিসি জানায়, ফ্রান্সের কালাই উপকূলের কাছে বুধবার সন্ধ্যার পর নৌকাটি ডুবে যায়। ২০১৪ সালের পর থেকে এটি এই চ্যানেলে দুর্ঘটনায় ‘সবচেয়ে বেশি প্রাণহানির’ ঘটনা বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
যুক্তরাজ্য ও ফ্রান্সের কর্তৃপক্ষ ইংলিশ চ্যানেলে নৌযান এবং বিমানের মাধ্যমে উদ্ধারকাজ চালাচ্ছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানান, নৌকাটিতে ৩৩ জন অভিবাসী ছিলনে। এর মধ্যে ২ জনকে উদ্ধার করা হয়েছে। ফ্রান্সের পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৪জন সন্দেহভাজন মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: