অস্ট্রিয়ায় লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশিত:
২২ নভেম্বর ২০২১ ০১:৪৮
আপডেট:
১ আগস্ট ২০২৫ ২১:১৭

অস্ট্রিয়ায় হঠাৎ মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে ২০ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। আর এই লকডাউনের প্রতিবাদে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের অধিকাংশ চরম ডানপন্থি দলের সমর্থক।
রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলের আগে বিক্ষোভকারীরা হিরোইজ স্কয়ারে জড়ো হয়। তারা বাঁশি, হর্ন ও ড্রাম বাজান। এসময় তারা পতাকা ওড়ান। তাদের হাতে থাকা প্ল্যাকার্ড লেখা ছিল, ‘কোনো টিকা নয়’, ‘যথেষ্ট হয়েছে’, ‘ফ্যাসিবাদী স্বৈরাচার নিপাত যাক’।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, করোনাভাইরাসের বিধিনিষেধ লঙ্ঘন ও নাৎসি চিহ্ন বহন করার দায়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, দেশটির ৬৬ শতাংশ জনগোষ্ঠী করোনার টিকা পেয়েছেন। পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে অস্ট্রিয়ায় টিকা দানের হার সবচেয়ে কম। অধিকাংশ অস্ট্রিয়ান, বিশেষ করে চরম ডানপন্থি ফ্রিডম পার্টির সমর্থকরা টিকার ব্যাপারে সন্দেহপ্রবণ।
আপনার মূল্যবান মতামত দিন: