বিশ্বে করোনায় আরও ৪৪৬৪ জনের মৃত্যু
প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২১ ২১:০২
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৪:২৮

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ হাজার ৪৬৪ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৭ হাজার ৪১৪ জনের। এক দিনের হিসাবে বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সোমবার (১৫ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ লাখ ১৫ হাজার ১৩১ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ৪০ লাখ ২৬ হাজার ২৯৫ জন। সুস্থ হয়েছেন ২২ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন।
গত এক দিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি শনাক্ত ও প্রাণহানি হয়েছে রাশিয়ায়। দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৮২৩ জনের। আর মারা গেছেন ১ হাজার ২১৯ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭৯ লাখ ১৬ হাজার ১৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৮৩ হাজার ৫৬৫ জন মানুষ মারা গেছেন।
এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ৩০৭ জনের। মারা গেছেন ৪ লাখ ৬৩ হাজার ৫৩০ জন।
আপনার মূল্যবান মতামত দিন: