শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬, ১৭ই মাঘ ১৪৩২


ইরানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১


প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২১ ০৯:১৪

আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ১২:০৯

ফাইল ছবি

ইরানের দক্ষিণাঞ্চলে বন্দর আব্বাসের কাছে রোববার (১৪ নভেম্বর) পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হরমোজগান প্রদেশে কম্পনের মাত্রা ছিল ৬.৩ এবং ৬.৪। কম্পন দুবাই উপসাগরজুড়ে অনুভূত হয়েছে।

এসময় ঐ এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পলিয়ে যেতে বাধ্য হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। খবর- রয়টার্স।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, বিদ্যুতের খুঁটি পড়ে একজনের মৃত্যু হয়েছে। ওই এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ক্ষতিগ্রস্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য মন্ত্রিসভাকে তাৎক্ষণিক বৈঠক করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে ব্যক্তিগতভাবে পরিস্থিতি মূল্যায়ন করতে হরমোজগানে যাওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top