সন্ত্রাসীদের হামলায় অন্তঃসত্ত্বা সাংবাদিক নিহত
 প্রকাশিত: 
                                                ১০ নভেম্বর ২০২১ ২২:১৮
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৪:৪৩
                                                
 
                                        ইয়েমেনে সন্ত্রাসীদের হামলায় সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আশার্ক টেলিভিশনের একজন নারী সাংবাদিক (অন্তঃসত্ত্বা) নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ পথচারী ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (৯ নভেম্বর) পরিবার নিয়ে চিকিৎসা নিতে ডাক্তারের কাছে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা রাশা আব্দাল্লাহ। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী সাংবাদিক মাহমুদ আল আটোমি। পথে তাদের গাড়িবহর লক্ষ্য করে চালানো হয় হামলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাশা ও তার শিশুপুত্রের।
গুরুতর আহত হন মাহমুদ আল আটোমি। তার অবস্থাও আশঙ্কাজনক।
এদিকে, এ ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মঈন আব্দুল মালিক সাঈদ। তবে এখনও কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: