শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


নাইজারে সোনার খনিতে বিস্ফোরণে ১৮ জনের মৃত্যু


প্রকাশিত:
১০ নভেম্বর ২০২১ ০২:১১

আপডেট:
৩ মে ২০২৪ ২০:৫০

ছবি-সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে গারিন-লিমান নামের একটি সোনার খনিতে বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও ৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে নাইজেরিয়ার নাগরিকও রয়েছেন।

স্থানীয় দান ইসা শহরের মেয়র আদামু গুয়েরাও বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, প্রাথমিকভাবেই ১৮ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তাদের সোমবার সকালে দাফন করা হয়েছে।

গারিন-লিমান নামের ওই খনি এলাকাটি মাত্র কয়েক মাস আগেই আবিষ্কৃত হয়েছে। তবে এরই মধ্যে কয়েক হাজার খননকারী ওই এলাকায় এসেছে।

প্রসঙ্গত, কয়েক দশক ধরেই নাইজারের সোনার খনিগুলো বেশ ভালো সম্ভাবনা দেখাচ্ছে। তবে পুরান আমলের খনন পদ্ধতি এবং ভূমির অস্থিতিশীলতার জন্য এ ধরনের ঘটনাও সেখানে খুব বেশি পরিমাণে ঘটে থাকে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top