আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণে নিহত ১৯
 প্রকাশিত: 
                                                ৩ নভেম্বর ২০২১ ০৩:২৪
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২২:৩৩
                                                
 
                                        আফগানিস্তানের রাজধানী কাবুলের ৪০০-শয্যা বিশিষ্ট সামরিক হাসপাতালের প্রবেশমুখে গুলির পর জোড়া বিস্ফোরণে ১৯ জন নিহত ও অন্তত ৪৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে ।
তালেবান সরকারের মুখপাত্র বিলাল কারিমি ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, কাবুলের ৪০০-শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রবেশমুখে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে হতাহতের বিষয়টি নিয়ে কিছু বলেননি তিনি।
কারিমি আরও বলেন, ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এ ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি।
চলতি বছর ১৫ আগস্ট রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেয় তালেবান। এরপর থেকে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয় দেশটিতে। ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি। চরম খাদ্য সংকটে আফগানরা। এর মাঝেই ঘটছে হামলার ঘটনা। ফলে এক ধরনের আতঙ্কের মধ্যে বসবাস করছে আফগানরা নাগরিকরা।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: