বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


জার্মানিতে শুক্রবার মাইকে আজানের অনুমতি


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২১ ১৭:৪৫

আপডেট:
১৩ অক্টোবর ২০২১ ১৭:৪৯

ছবি-সংগৃহীত

জার্মানির কোলন নগরীতে কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে শুক্রবার মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। খবর-আল জাজিরা।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শহরের কেন্দ্রীয় মসজিদসহ ৩৫টি মসজিদে শুক্রবার দুপুর থেকে বিকেল ৩টার মধ্যে সর্বোচ্চ ৫ মিনিট মাইকে আযান প্রচার করা যাবে। ইউরোপের বিখ্যাত এ নগরীর মেয়র হেনরিয়েত্তে রেকে এই অনুমতির ঘোষণা দেন।

মেয়র বলেন, আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির জন্য ২ বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মাইকে জুমার নামাজের আজান দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের শহরে অনেক মুসলিম বাসিন্দা রয়েছেন। তারা আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। বৈষম্য দূর করার জন্য এবং পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর পদক্ষেপ হিসেবে আমরা জুমার নামাজের আজান মসজিদের মাইকে দেওয়ার বৈধতা দিয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top