রেকর্ড ভোটে জয় পেলেন মুখ্যমন্ত্রী মমতা
 প্রকাশিত: 
                                                ৩ অক্টোবর ২০২১ ২৩:০০
 আপডেট:
 ৩ অক্টোবর ২০২১ ২৩:১০
                                                
 
                                        পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে ৫৮ হাজার ৮৩২ রেকর্ড ভোটে টানা তিনবারের মতন বিজয়ী হয়েছেন অঙ্গরাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রোববার (৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। ভোট গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন মমতা। মোট ২১ রাউন্ড গণনা হয়।
গণনা শেষে মমতা ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয় পান। মমতা ৮৪ হাজার ৭০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী প্রিয়াংকা টিবরেওয়াল পেয়েছেন ২৬ হাজার ৩২০ ভোট।
প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। তবে ফলাফল হলো রোববার (৩ অক্টোবর)। এতে শেষ হাসি হাসলেন মমতা। গত মে মাসে বিধানসভা নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তবে নিজে বিধায়ক হিসেবে নির্বাচিত হননি মমতা। তবু ৫ মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এ শপথের মেয়াদ ৪ নভেম্বর শেষ হবে। (সূত্র: আনন্দবাজার)



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: