সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


এবারও বাতিল নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান!


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২১ ১৬:০৪

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ২০:৪০

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবারও হচ্ছে না সুইডেনের স্টকহোমে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান। পুরস্কার বিজয়ীরা নিজেদের দেশ থেকে পদক ও সনদ গ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) নোবেল ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। সারাবিশ্বে করোনার সংক্রমনের কারনে গত বছরও নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল।

নোবেল ফাউন্ডেশন তাদের বিবৃতিতে জানিয়েছে, ২য় বছরও বিজ্ঞান ও সাহিত্যে নোবেল বিজয়ীরা তাদের পদক নিজেদের দেশ থেকে গ্রহণ করতে পারবেন। তবে শান্তি পুরস্কারের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। ঐতিহ্যগতভাবে এই পদকটি সুইডেনে নয় বরং নরওতে দেওয়া হয়ে থাকে।

অবশ্য এখনও অসলোতে শান্তি পুরস্কার দেওয়ার সম্ভাবনা নাকচ করা হচ্ছে না উল্লেখ করেছে নোবেল ফাউন্ডেশন।

সংস্থাটি বলেছে, কমিটি ‘এখনও শান্তিতে নোবেল বিজয়ীকে অসলোতে স্বাগত জানানোর সম্ভাবনা রেখে দিচ্ছে।’



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top