সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


ইরানে শতাধিক শহরে লকডাউন শুরু


প্রকাশিত:
২২ নভেম্বর ২০২০ ১৬:০৯

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৯:৪৭

ছবি: সংগৃহীত

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় শনিবার থেকে রাজধানী তেহরানসহ শতাধিক শহরে লকডাউন বাস্তবায়ন শুরু হয়েছে।

শহরের অধিবাসী নন এমন কেউ রেডজোন হিসেবে চিহ্নিত শহরগুলোতে ব্যক্তিগত গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবে না। নিয়ম ভাঙলেই গুনতে হবে জরিমানা। খাদ্য সামগ্রীসহ জরুরি পণ্যের দোকান ছাড়া অন্য সব শপিংমল ও বাজার বন্ধ থাকবে।

অফিস-আদালতগুলোকে এক-তৃতীয়াংশ কর্মকর্তা-কর্মচারী দিয়ে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দিনে শহরের ভেতরে গাড়ি চলাচলের অনুমতি থাকলেও রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাস্তায় কোনো প্রাইভেট গাড়ি বের হতে পারবে না। জরুরি সেবার সঙ্গে যুক্ত গাড়িগুলো কেবল এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ অবস্থা চলবে টানা দুই সপ্তাহ। এরপর আবারও তা বাড়ানো হতে পারে।

এদিকে, ইরানে শনিবার ২৪ ঘণ্টায় ৪৩১ জন করোনা রোগী মৃত্যুবরণ করেন। একই সময়ে আক্রান্ত হন ১২ হাজার ৯৩১ জন। ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ হাজার ৩২৭ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি এসব তথ্য জানিয়েছেন।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত বিষয়:

করোনাভাইরাস লকডাউন

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top