শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬, ১৭ই মাঘ ১৪৩২


করোনায় বিপর্যস্ত স্পেন: মৃত বেড়ে ১০ হাজার, আক্রান্ত লক্ষাধিক


প্রকাশিত:
৩ এপ্রিল ২০২০ ০০:৩০

আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ১৪:৫৭

ফাইল ছবি

স্পেনে টানা ষষ্ঠ দিনের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮ শতাধিক। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৫০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত স্পেনে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজার ২৩৮ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে দশ হাজার তিন জনের।

নতুন করে ৯৫০ জনের প্রাণহানি ঘটায় দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর করোনার ভয়াবহ প্রকোপের মুখোমুখি হয়েছে স্পেন। দেশটিতে করোনার বিস্তার ঠেকাতে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয়া হলেও তা সফল হচ্ছে না।

করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় দেশটির স্বাস্থ্যসেবা খাত প্রায় ভেঙে পড়েছে। হাসপাতালে আইসিইউ সঙ্কটের কারণে অনেক রোগী যথাযথ চিকিৎসা ছাড়াই এই ভাইরাসের কাছে হার মানছেন।

বুধবার দেশটিতে ৭ হাজার ৭১৯ জন করোনায় আক্রান্ত হলেও গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে; নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১০২ জন। এ নিয়ে ইউরোপের এই দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ২৩৮ জনে। ইউরোপের আরেক দেশ ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেছে।

বুধবার স্পেনে মৃত্যু হয়েছিল ৮৬৪ জনের। তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৭ হাজার ৭১৯ জনের। বৃহস্পতিবার পর্যন্ত দশটিতে ৫৪ হাজার ১১৩ জন আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২৬ হাজার ৭৪৩ জন সুস্থ হয়েছেন ও তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সূত্র: এল পাইস


সম্পর্কিত বিষয়:

করোনা স্পেন

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top