বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


পাপুয়া নিউ গিনিতে উপজাতীয় গোষ্ঠীর লড়াইয়ে অন্তত ৫৩ জন নিহত


প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২৬

আপডেট:
২ মে ২০২৪ ০১:২৯

ফাইল ছবি

উপজাতীয় দুটি গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলীয় এলাকায় অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, এনগা প্রদেশে অতর্কিত হামলায় ওই ব্যক্তিদের হত্যা করা হয়েছে।

স্থানীয় সংবাদপত্র পোস্ট-কুরিয়ারের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, ঘটনাটি রোববারের এবং এটি দুটি উপজাতির মধ্যে আগের লড়াইয়ের সঙ্গে সম্পৃক্ত।

দেশটির পুলিশ বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জর্জ কাকাস এবিসিকে বলেন, এনগাতে আমার দেখা এটা সবচেয়ে বড় হত্যাকাণ্ড, পাপুয়া নিউ গিনির সমস্ত হাইল্যান্ডেও এটা সবচেয়ে বড় হত্যাকাণ্ড।

প্রশান্ত মহাসাগরীয় দেশটি শত শত উপজাতির আবাসস্থল। এসব উপজাতির অনেকগুলো সভ্য ও নগরকেন্দ্রিক সভ্যতা থেকে এখনও বহুদূরে বাস করে।

এবিসি বলছে, গতবছর এনগাতে সংঘর্ষে ৬০ জনের মৃত্যুর সাথেও এই একই উপজাতির গোষ্ঠী জড়িত ছিল।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ একটি রেডিওতে বলেছেন, পাপুয়া নিউ গিনিতে যে খবর এলো তা খুবই বেদনাদায়ক। পুলিশ অফিসারদের প্রশিক্ষণ এবং পাপুয়া নিউ গিনির নিরাপত্তার জন্য আমরা সহায়তা দিয়ে যাচ্ছি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top