শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহত অন্তত ২০


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৮

আপডেট:
১৮ মে ২০২৪ ২০:০২

সংগৃহীত ছবি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা বলেছেন, ভারী বর্ষণের কারণে দেখা দেওয়া বন্যা ও ভূমিধসে দক্ষিণাঞ্চলের দাভাও দে ওরো প্রদেশে ১৩ জন নিহত ও আরও দুজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া প্রতিবেশি দাভাও দেল নর্তে প্রদেশেও কমপক্ষে সাতজনের প্রাণহানি ঘটেছে।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থার তথ্য অনুযায়ী, উত্তর-পূর্ব মৌসুমী বায়ু ও একটি নিম্নচাপের কারণে গত ২৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ মিন্দানাও অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে ওই অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে।

সংস্থাটি বলেছে, প্রাকৃতিক দুর্যোগে ওই অঞ্চলের ৮ লাখ ১২ হাজারের বেশি মানুষ ভোগান্তির মুখোমুখি হয়েছেন। তাদের মধ্যে প্রায় ৮৫ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।

এর আগে, গত মাসের মাঝের দিকে দক্ষিণ ফিলিপাইনে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জন নিহত হন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রায়ই ভূমিধস ও বন্যা দেখা যায়। ৭ হাজার ৬০০টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জে বছরে প্রায় ২০টি গ্রীষ্মমন্ডলীয় ঝড় আঘাত হানে।

 


সম্পর্কিত বিষয়:

ফিলিপাইন বন্যা ভূমিধস এশিয়া

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top