বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


বিশ্বে করোনায় মৃতের সংখ্য ৪২ হাজার, আক্রান্ত সাড়ে ৮ লাখ


প্রকাশিত:
১ এপ্রিল ২০২০ ১৭:৩২

আপডেট:
১ এপ্রিল ২০২০ ১৯:৪৯

ফাইল ছবি

সারাবিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত সাড়ে ৮ লাখের বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র একদিনে রেকর্ড ৭২৬ জন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা চীনকেও ছাড়িয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তিন হাজার ৮৬৭ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনা, বলছেন জাতিসংঘ মহাসচিব।

ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা আট লাখ ৫৮ হাজার ৭৮৫। এর মধ্যে ৪২ হাজার ১৫১ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৭৮ হাজার ১১৯ জন।

প্রায় দুই মাসের বেশি সময় আক্রান্তের সংখ্যায় সবার ওপর ছিল চীন। তবে গত দু’সপ্তাহেই সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এপর্যন্ত প্রায় পৌনে দুই লাখ মানুষের শরীরে নভেল করোনভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন ৩ হাজার ৪২৪ জন। সেখানে গত ২৪ ঘণ্টাতেই মারা গেছেন ২৮৩ জন।

করোনায় গত এক মাসেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। দেশটিতে এপর্যন্ত ১২ হাজার ৪২৮ জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৭৯২ জন। অনেকটা একই অবস্থা স্পেনেরও। দেশটিতে ৯৪ হাজার ৪১৭ জন আক্রান্ত ও ৮ হাজার ২৬৯ জন মারা গেছেন। চীনে এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫১৮ জন, মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৫ জনের।


সম্পর্কিত বিষয়:

করোনা করোনা ভাইরাস চীন ইতালি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top