বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


চীনে ভূমিধসে চাপা পড়েছে ৪৭ জন


প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪ ১০:১৩

আপডেট:
২ মে ২০২৪ ২১:২৩

ছবি সিনহুয়ার ভিডিও থেকে নেয়া।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে সোমবার (২২ জানুয়ারি) ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে মাটির নিচে চাপা পড়েছেন ৪৭ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে এএফপি।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ঝেনসিয়ং কাউন্টিতে স্থানীয় সময় সকাল ৫:৫১ মিনিটে ভূমিধসের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্ত অনুসারে মনে করা হচ্ছে, ১৮টি পরিবারের ৪৭ জন লোক চাপা পড়েছে।

সিসিটিভি জানিয়েছে, এই অঞ্চল থেকে ২০০ জনেরও বেশি মানুষকে জরুরিভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে ২০০ জনের বেশি উদ্ধারকর্মী এবং কয়েক ডজন ফায়ার ইঞ্জিন ও অন্যান্য সরঞ্জাম সহকারে উদ্ধার অভিযান শুরু করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চাপা পড়া মানুষের সংখ্যা এখনও সঠিকভাবে জানা যায়নি।

চীনের একটি প্রত্যন্ত অঞ্চল ইউনানে ভূমিধস সাধারণ ঘটনা। সেখানে হিমালয় মালভূমির বিপরীতে খাড়া পর্বতশ্রেণী রয়েছে।


সম্পর্কিত বিষয়:

চীন ভূমিধস

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top