সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প


প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৪ ১৭:৩৩

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৭:১০

ফাইল ছবি

শক্তিশালী ভূমিকম্পে একশরও বেশি মানুষ নিহত হওয়ার মাত্র আটদিন পর ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। মঙ্গলবার (৯ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে সরকারি সূত্রের বরাতে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি জাপান সাগরের উপূকূলের দূরবর্তীস্থানে আঘাত হানে। গত ১ জানুয়ারির ভূমিকম্পের পর যেসব অঞ্চলের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে সেখানেও এ কম্পন অনুভূত হয়েছে।

নতুন বছরের প্রথমদিনই ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি জাপানের মধ্যাঞ্চলে আঘাত হানে। এতে নোতো উপদ্বীপের অসংখ্য ঘরবাড়ি ধসে পড়ে। অনেক বাড়িতে আগুন ধরে যায়।

শক্তিশালী ওই ভূমিকম্পের যেসব ঘরবাড়ি ধসে পড়েছে সেগুলোর সবগুলোতে এখনো পৌঁছাতে পারেননি উদ্ধারকারীরা। ধসে পড়ার সেসব অবকাঠামোর নিচে অনেক মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এরমধ্যেই আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল দেশটিতে।

ভূমিকম্পে যে অঞ্চলটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে এখন তুষারপাত হচ্ছে। তুষারপাতের কারণে উদ্ধারকারীদের উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।

বর্তমানে প্রায় ৩০ হাজার মানুষ সরকারি আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন। প্রায় ৬০ হাজার বাড়ি পানি ও ১৫ হাজার ৬০০ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে।


সম্পর্কিত বিষয়:

জাপান ভূমিকম্প

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top