সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


ইসরায়েল-হামাস যুদ্ধে অন্তত ১২ সাংবাদিক নিহত


প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৩ ০৯:৫১

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০২:১৫

ছবি: সংগৃহীত

ইসরায়েল-হামাস যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত এক সপ্তাহে অন্তত ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮ জন। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ২ জন সাংবাদিক।

সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে সাংবাদিকদের হত্যা, আহত এবং বন্দি করার বিষয়ক প্রতিটি ঘটনার তদন্ত করবে সিপিজে।

সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচি বিভাগের সমন্বয়ক শরিফ মনসুর বিবৃতে এ প্রসঙ্গে বলেন, ‘সিপিজে মূলত বলতে চাইছে যে সংকটকালীন পরিস্থিতি থেকে উত্তরণে সাংবাদিক ও বেসামরিক লোকজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা কখনও উচিত নয়।’

‘এটি খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সংঘাত এবং সাংবাদিকরা চরম ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করছে। সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তার ব্যাপারে মনযোগী হতে যুদ্ধরত পক্ষদের আহ্বান জানাচ্ছে সিপিজে।’

সূত্র : সিএনএন


সম্পর্কিত বিষয়:

#মার্কিন যুক্তরাষ্ট্র

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top