ভারতে আরেক কোভিড হাসপাতালে আগুন, নিহত ৭
 প্রকাশিত: 
                                                ৯ আগস্ট ২০২০ ১৬:৪০
 আপডেট:
 ৯ আগস্ট ২০২০ ১৮:৪৮
                                                
 
                                        ভারতের করোনা রোগীদের চিকিৎসা দেয়া আরও একটি কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন।
আজ রোববার সকালে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভি জানিয়েছেন, শহরের হোটেল স্বর্ণা প্যালেসে অস্থায়ীভাবে কোভিড রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল রমেশ হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার সকালে সেখানে আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় সেখানে ৩০ জন কোভিড রোগী চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে সাতজন রোগীর মৃত্যু হয়েছে। ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিরা ভেতরে আটকা পড়েছে। তাদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী।
এদিকে খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আগুনের ঘটনায় ১৫-২০ জন কোভিড রোগী আহত হয়েছেন। এর মধ্যে দুই-তিনজনের অবস্থা গুরুতর।
এর আগে বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে করোনা রোগীদের চিকিৎসা দেয়া একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: