শুক্রবার, ৬ই ডিসেম্বর ২০২৪, ২২শে অগ্রহায়ণ ১৪৩১


বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ফি নির্ধারণ


প্রকাশিত:
৭ নভেম্বর ২০২৪ ১৬:৩৫

আপডেট:
৬ ডিসেম্বর ২০২৪ ১১:৫৩

ফাইল ছবি

দেশের বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্স ও ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের ২০২৪-২৫ সেশনের ভর্তি ফি, টিউশন ফি ও ইন্টার্ন ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সে অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি এমবিবিএসে ভর্তি হতে চায়, তাহলে তাকে ভর্তি ফি গুণতে হবে ১৯ লাখ ৪৪ হাজার টাকা, আর বিডিএসে (ডেন্টাল) ভর্তি হতে চাইলে গুণতে হবে ১১ লাখ।

বুধবার (৬ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের এবং ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের জন্য নির্ধারিত ফি-সমূহ নিম্নরূপ।

১. এমবিবিএস ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা।

২. বিডিএস ভর্তি ফি ১১ লাখ টাকা।

৩. ইন্টার্নশিপ ফি ১ লাখ ৮০ হাজার টাকা।

৪. টিউশন ফি প্রতিমাসে ১০ হাজার টাকা।

জানা গেছে, ২০১৮ সালের ১৫ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এমবিবিএস কোর্সে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছিল ১৬ লাখ ২০ হাজার টাকা। তবে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের জারি করা আরেক প্রজ্ঞাপনে কোর্স ফি বাড়িয়ে ১৯ লাখ ৪৪ হাজার টাকা নির্ধারণ করে সরকার। সরকারের এই সিদ্ধান্তে এক লাফেই ভর্তি ফি ৩ লাখ ২৪ হাজার টাকা বেড়ে যায়, যা শতকরা হিসেবে ১৭ শতাংশ বাড়ানো হয়। যদিও ফি বৃদ্ধির পর থেকেই সাধারণ শিক্ষার্থীরা সেটির পুনঃমূল্যায়নেরও দাবি জানিয়েছিল। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও আশঙ্কা জানিয়েছিলো যে, ভর্তি ফি বাড়ানোয় মেডিকেল শিক্ষা সংকুচিত হবে এবং চিকিৎসক হওয়ার সুযোগ থেকে মেধাবীরা বঞ্চিত হবেন।

তবে এবার আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও শিক্ষার্থীদের পক্ষ থেকে ভর্তি ফি কমানোর দাবি জানানো হলেও বর্ধিত ফিতেই ২০২৪-২০২৫ সেশনে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top