অভিনয়ে নামছেন কাজল-অজয়ের মেয়ে নাইসা
প্রকাশিত:
২ আগস্ট ২০২২ ২৩:৩৮
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৯:০৬

ফ্যাশন সচেতনতার জন্য অভিনেত্রী কাজল ও অজয় দেবগনের মেয়ে নাইসা দেবগন নেটিজেনদের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। বলিউডেও বেশ আলোচিত এই সেলেব কিড। নেট দুনিয়ায় তাঁর ইউরোপ ভ্রমণের বেশকিছু ছবি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের অভিনয়ে প্রবেশ বিষয়ে কাজলের ভাষ্য, ‘নাইসা এমন একজন, যে নিজের সিদ্ধান্ত নিজে নেবে। আমি ওকে অভিনয়ের জগৎ থেকে দূরে রাখছি না। আবার ওই দিকে ঠেলেও দিচ্ছি না। ওর ১৮ বছর বয়স হয়েছে । এখন ও বড় হয়েছে। ’
কাজল আরও বলেন, ‘আমার ছেলেমেয়েরা যা-ই করুক, আমার সমর্থন পাবে। ওরা খুশি থাকলেই হলো। মা হিসেবে ওদের শুধু ইন্ডাস্ট্রিতে পথ দেখানোই আমার কর্তব্য নয়। যেটা করে ওরা খুশি থাকবে, সেদিকে ওদের চালিত করাই আমার কর্তব্য। যাতে ওরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। ’
অজয় দেবগনও বলেন, ‘আমি জানি না আমার মেয়ে অভিনয় করতে চায় কি না। এখনও পর্যন্ত এ বিষয়ে ও কোনও আগ্রহ দেখায়নি। ’
সম্প্রতি নাইসার ট্রান্সফরমেশন সবার নজর কেড়েছে। এই স্টার কিডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করা।
সম্পর্কিত বিষয়:
অজয় দেবগন
আপনার মূল্যবান মতামত দিন: