শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬, ১৭ই মাঘ ১৪৩২


জনপ্রিয় অভিনেত্রী এস্টেল হ্যারিস আর নেই


প্রকাশিত:
৪ এপ্রিল ২০২২ ০০:১৯

আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ১৫:২৩

ফাইল ছবি

আমেরিকান জনপ্রিয় টিভি অভিনেত্রী এস্টেল হ্যারিস মারা গেছেন। শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার পাম ডেসার্টে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

১৯৮৯ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কৌতুক টেলিভিশন সিরিজ ‘সাইনফিল্ড’-এ অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন এস্টেল হ্যারিস। তার সরু, তীক্ষ্ণ গলার আওয়াজ আজও ‘সাইনফিল্ড’-প্রেমীদের কানে ভাসে।

তা ছাড়া ‘টয় স্টোরি’তে ‘মিসেস পোট্যাটো হেড’-একক চরিত্রে ডাব করেছিলেন এস্টেল। অভিনয় করেছেন আরও এক কৌতুক ঘরানার টেলিভিশন সিরিজ, ‘দ্য স্যুট লাইফ অব জ্যাক অ্যান্ড কোডি’তে। সেগুলোতেও তার কাজ প্রশংসিত হয়।

উল্লেখ্য, নিউইয়র্কে জন্মেছিলেন এস্টেল হ্যারিস। তার যৌবন কেটেছে পিটসবার্গ শহরতলিতে। সে‌খানে তার বাবার লজেন্সের দোকান ছিল। স্কুলে পড়াকালীন বিভিন্ন নাটকে অভিনয় করার সময়ে তিনি বুঝতে পারেন, কথা বলার ভঙ্গি দিয়ে তিনি মানুষকে হাসাতে পারেন। কাজ করতে করতে তিনি হয়ে উঠেন টেলিভিশনের জনপ্রিয় মুখ।

এসএন/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top