বানরের কামড়ে আহত তমা মির্জা
 প্রকাশিত: 
                                                ১৭ মার্চ ২০২২ ০৩:৪৩
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:১০
                                                
 
                                        ঢাকাই সিনেমার নায়িকা তমা মির্জা বানরের কামড় খেয়ে আহত হয়েছেন। একটি নাটকের শুটিং করতে গিয়ে এই অনভিপ্রেত ঘটনার শিকার হন তিনি।
বুধবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার একটি বস্তিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তমা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা বলেন, ‘নিখোঁজ সংবাদ-নামে ঈদের একটি নাটকের শুটিং করছিলাম আমি। সেখানে বানরের খেলা দেখানোর একটি দৃশ্যের কাজ করছিলাম। তখন আকস্মিকভাবে বানরটি আমার বাঁ হাতে কামড় দেয়। এমনভাবে কামড় দিয়েছে যে ছাড়ানো যাচ্ছিল না অনেকক্ষণ। পরে ওর মালিক কৌশলে ছাড়িয়ে নেয়। পরে জানলাম, বয়স কম আর ভালো ট্রেনিং না করানোয় এমনটা করেছে বানরটা।’
এ ঘটনার পর সাময়িক শুটিং বন্ধ রাখা হয় এবং তমাকে পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন শঙ্কামুক্ত।
তমা আরও জানান, ‘ডাক্তার বলেছেন চিন্তার কোনও কারণ নেই। বানর কামড়ালে সমস্যা হয় না। তবে এখনও হাতে জ্বালাপোড়া ও ব্যথা অনুভব করছি। তাই ব্যান্ডেজ করে দিয়েছেন চিকিৎসক। আর কিছু ওষুধ দিয়েছেন।’
‘নিখোঁজ সংবাদ’ নাটকে তমা মির্জার বিপরীতে অভিনয় করছেন শ্যামল মাওলা।
এসএন/তাজা/২০২২



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: