বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


‘ছুটির ঘণ্টা’র পরিচালক আজিজুর রহমান আর নেই


প্রকাশিত:
১৫ মার্চ ২০২২ ২৩:১০

আপডেট:
১৫ মার্চ ২০২২ ২৩:১৪

 ছবি : সংগৃহীত

দেশের বহুল আলোচিত সিনেমা ‘ছুটির ঘণ্টা’র পরিচালক আজিজুর রহমান আর নেই। বাংলাদেশ সময় সোমবার (১৪ মার্চ) দিবাগত রাত ১১টা ২০ মিনিটে কানাডার একটি হাসপাতালে মারা গেছেন তিনি।

প্রখ্যাত চলচ্চিত্রকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের পুত্র গাজী সরফরাজ আনোয়ার উপল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজিজ সাহেবের পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছি৷ খুব মন খারাপের খবর। সবাই উনার আত্মার জন্য দোয়া করবেন।’

শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল আজিজুর রহমানের। গত এক বছর ধরে তাকে কৃত্রিমভাবে বাড়তি অক্সিজেন নিতে হতো বলে জানায় পারিবারিক সূত্র।

পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান জানান, দাফন বগুড়ার সান্তাহারে হবে। মরদেহ দেশে আনার প্রসেস চলছে।

উল্লেখ্য, ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন শহরে জন্মগ্রহণ করেন আজিজুর রহমান। তার পিতার নাম রূপচাঁন প্রামাণিক। তিনি স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পাস ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্শিয়াল আর্টে ডিপ্লোমা করেছেন।

১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন আজিজুর রহমান। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’ মুক্তি পায় ১৯৬৭ সালে।

মোট ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’ ইত্যাদি।

এসএন/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top