আলিয়াকে রাখির চুমু!
 প্রকাশিত: 
                                                ৮ মার্চ ২০২২ ০৪:৪৪
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:৩৪
                                                
 
                                        সম্প্রতি ভারতীয় টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে শো’তে আসেন আলিয়া। সেখানে তার সঙ্গে রেড কার্পেটে ছবি তুলেন রাখি সাওয়ান্ত। শুধু ছবি নয় আলিয়াকে চুম্বনও করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার দিতেই তা ভাইরাল হয়েছে।
রাখি ‘গাঙ্গুবাই’ ছবিতে আলিয়ার দুর্দান্ত অভিনয়ের জন্য অনেক প্রশংসা করেন। তিনি বলেন, ‘আপনি সেরা অভিনেত্রী। আপনি একজন রকস্টার। আপনার সিনেমাটি ২০০ কোটি রুপি আয় করবে।’
শোতে আলিয়া একটি রূপালি শাড়ি পরেছিলেন। তাকে দেখতে খুবই চমৎকার লাগছিল। রাখি একটি কালো পোশাকে সবাইকে চমকে দিয়েছিলেন। তিনি তার মাথায় একটি বিশাল লাল গোলাপের সাথে জুটি বেঁধেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন রণবীর সিংও।
এসএন/তাজা/২০২২



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: