পুতিনের মা হতে চান এই মার্কিন অভিনেত্রী
 প্রকাশিত: 
                                                ২৬ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৪৮
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২১:৩০
                                                
 
                                        বিশ্বের অন্যতম বড় ও ক্ষমতাধর রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মা হওয়ার ইচ্ছার কথা জানিয়ে স্বরচিত একটি কবিতা আবৃত্তি করেছেন মার্কিন অভিনেত্রী অ্যানালিন ম্যাককর্ড। সেই আবৃত্তির ভিডিও বৃহস্পতিবার টুইটারে শেয়ারও করেন। এরপর থেকে তাকে নিয়ে উপহাস করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ম্যাককর্ডকে ‘নার্সিসটিক’ বলে সমালোচনা করছেন। তারা বলছেন, পুতিন যখন ইউক্রেন দখলের নিষ্ঠুর প্রয়াশ চালাচ্ছেন, তখন অভিনেত্রী নিজের প্রতি মনোযোগ আকর্ষণ করতে এ কাণ্ড করেছেন। ম্যাককর্ড ৬৯ বছর বয়সী পুতিনের কাছে দুঃখ প্রকাশ করে তার কবিতাটি শুরু করেন।
বলেন, ‘আমি দুঃখিত, আমি তোমার মা ছিলাম না’, ‘আমি যদি তোমার মা হতাম, তাহলে তোমাকে অনেক আদর করতাম, আনন্দময় করে কোলে রাখতাম’। ২ মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিওতে ৩৪ বছর বয়সী ম্যাককর্ড তুলে ধরেন কীভাবে পুতিনের জীবন ভিন্ন রকম হতো, যদি সে এই অভিনেত্রীর ভালোবাসা পেতেন।
কবিতায় তিনি আরও বলেন, ‘আমি যদি তোমার মা হতাম, পৃথিবীটা উষ্ণ হতো।’ ‘আমি যদি তোমার মা হতাম, পৃথিবী যদি ঠান্ডা হতো, আমি তোমাকে ভালো রাখতে মরতেও পারতাম।’ ‘আমি তোমাকে অন্যায়, সহিংসতা, সন্ত্রাস, অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করার জন্য মরতে পারতাম।’
‘তোমাকে জীবন দিতে মরতে পারতাম।’ ম্যাককর্ডের এই কবিতা টুইটারে প্রশংসা অর্জন করতে ব্যর্থ হয়েছে। অনেকে এটাকে ‘আত্মকেন্দ্রিক’ এবং ‘হাস্যকর’ বলে আখ্যা দিয়েছেন। তবে সবাই কিন্তু কবিতাটি নিয়ে মজা করেননি, কেউ কেউ আবার এটিকে হৃদয়গ্রাহী বলে মন্তব্য করেছেন।
এসএন/তাজা/২০২২



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: