সালমান খানকে সাপে কেটেছে
 প্রকাশিত: 
                                                ২৭ ডিসেম্বর ২০২১ ০৪:০২
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৯:৩৪
                                                
                                        বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে সাপে কেটেছে। রোববার (২৬ ডিসেম্বর) ভোরে মহারাষ্ট্রের রাইগাদ জেলার প্যানভেলে তার বিলাসবহুল খামারবাড়িতে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আজ সকালে সাপে কেটেছিল সালমান খানকে। এর পর চিকিৎসার জন্য মুম্বাইয়ের এম জি এম হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলিউড ভাইজানকে। সকাল ৯টায় হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে ভালো আছেন এই অভিনেতা।
যে সাপটি সালমান খানকে কেটেছিল, সেটির বিষ নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২৭ ডিসেম্বর ৫৬ বছরে পা রাখছেন সালমান খান। জন্মদিন উপলক্ষে ওই খামারবাড়িতে অবস্থান করছেন এই বলি-সুপারস্টার। বিশাল এলাকার বাড়িটি জঙ্গলে ঘেরা। সেখানে নানা জাতের গাছ-গুল্ম, পশু-পাখি আছে।
সম্পর্কিত বিষয়:
সালমান খান


                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: