শনিবার, ৩১শে জানুয়ারী ২০২৬, ১৮ই মাঘ ১৪৩২


শাকিব খানের পর এবার যুক্তরাষ্ট্র সফরে বুবলী!


প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২১ ১৯:৩৮

আপডেট:
৩১ জানুয়ারী ২০২৬ ১৭:৫১

ছবি-সংগৃহীত

ঢালিউডের সুপারস্টার শাকিব খানের পর এবার যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন নায়িকা শবনম বুবলী। ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে ৪ঠা ডিসেম্বর। আর তার আগেই আমেরিকায় পা রাখবেন তিনি।

অনুষ্ঠানে অ্যাওয়ার্ড নেয়ার পাশাপাশি নিজের সিনেমার গানে পারফর্ম করবেন বুবলী। সপ্তাহখানেক আমেরিকায় অবস্থানের পর ঢাকায় ফিরবেন বলে জানালেন এই নায়িকা।

বুবলী বলেন, নিউ ইয়র্কে এই অনুষ্ঠানটা হবে। আমিসহ অনেক তারকাই এখানে অংশ নেবেন। দর্শকদের সর্বোচ্চ বিনোদন দেয়ার চেষ্টা করবো।

একই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে এখন আমেরিকায় অবস্থান করছেন শাকিব খান ও মৌসুমী। ঢাকা থেকে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিমও অংশ নিবেন বলে জানিয়েছেন।

এদিকে সম্প্রতি সিলেট থেকে ‘কয়লা’ ছবির শুটিং করে তিনি ঢাকায় ফিরে সেখানের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, দারুণ এক অভিজ্ঞতা হয়েছে। এত সুন্দর লোকেশন। কয়েকটা দিন প্রকৃতির সঙ্গে মিশে গিয়েছিলাম। ভীষণ ভালো লেগেছে কাজ করে। আর পরিচালক, সহশিল্পী পুরো টিমের সাপোর্ট ছিল বরাবরের মতো খুব ভালো। সবমিলিয়ে সুন্দরভাবেই দৃশ্য ধারণের কাজগুলো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top