শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর
প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২১ ০৮:২৬
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৬:২৯

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি কর অঞ্চল ১২ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোতে এই চিঠি পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কর অঞ্চলটির একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। চিঠিতে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ১১৩ (এফ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তথ্য দিতে অনুরোধ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শাকিব খান রানা এবং তার ওপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের একক বা যৌথ ব্যাংক হিসাব অথবা তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে ২০১৩ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত লেনদেনের বিবরণী এনবিআরে জমা দিতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: