তারামন বিবির চরিত্রে তানহা!
প্রকাশিত:
৪ নভেম্বর ২০২১ ০৬:০৬
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৪:৪৭

বীরপ্রতীক মুক্তিযোদ্ধা তারামন বিবি। তিনি মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে এ সময় সহযোগিতা করেছেন যুদ্ধাদের। তার মতো সেইসব অজানা নারীর বীরত্ব তুলে ধরা হবে ‘তারামন’ সিনেমায়। আর তারামন বিবির চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া।
উজান প্রকাশনীর ব্যানারে নবীন নির্মাতা আমিনুর ইসলাম লিটনের পরিচালনায় সিনেমাটি নির্মিত হবে। আজ এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
তানহা সংবাদমাধ্যমকে বলেন, ‘তারামন’ সিনেমার উপদেষ্টা পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু স্যার। আমিনুর ইসলাম লিটন ভাই পরিচালক হিসেবে নতুন হলেও আগে বেশ কিছু ডকুমেন্টারি নির্মাণ করেছেন। আশা করছি ভালো কিছু হবে।’
প্রসঙ্গত, এটি পুরোপুরি তারামন বিবির বায়োপিক নয়, তবে তার জীবনের কিছু ঘটনা তুলে ধরা হবে। ডিসেম্বরে উত্তরবঙ্গ, মানিকগঞ্জ ও ঝিনাইদহ অঞ্চলে শুরু হবে এর শুটিং।
আপনার মূল্যবান মতামত দিন: