মারা গেছেন পুনিত রাজকুমার!
প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২১ ০৯:৫৪
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৩:১০

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা পুনিত রাজকুমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।
শুক্রবার (২৯ অক্টোবর) বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর-এনডিটিভি।
প্রাথমিকভাবে জানা যায়, শুক্রবার জিমে ওয়ার্কআউট করার সময় হার্ট অ্যাটাক হয় পুনিতের। দ্রুত তাকে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালটির চিকিৎসক রঙ্গনাথ নায়েক ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন—‘শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন পুনিত। যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, তখনই তার শারীরিক অবস্থা খারাপ ছিল। পরে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছি। ’
পুনিতের মৃত্যু খবর ছড়িয়ে পড়ার পর শোকের ছায়া নেমেছে ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন তারকা। এ তালিকায় রয়েছেন—চিরঞ্জীবী, লক্ষ্মী মঞ্চু, মহেশ বাবু, সুধীর বাবু, দুলকার সালমান, পূজা হেগড়ে, সনু সোদ প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: