মুক্তি পাচ্ছে সজলের নতুন সিনেমা দোলাচল
প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২১ ০৮:১৯
আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ১২:১২
ছোট পর্দায় অভিনয় জীবন শুরু করলেও এখন নিয়মিত বড় পর্দায় কাজ করছেন আবদুন নূর সজল। সম্প্রতি শেষ করেছেন আরিফ খান পরিচালিত ‘দোলাচল’ নামের একটি সিনেমার কাজ। ফারিয়া হোসেনের রচনায় ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে।
এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সজল। তার বিপরীতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ ও কাজী নওশাবা আহমেদ।
কয়েকদিনের মধ্যেই সিনেমাটি একটি ডিজিটাল প্ল্যাটফরমে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।
এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘সিনেমাটির গল্প এবং নির্মাণশৈলী ভালো হয়েছে। এতে আমার চরিত্রটিও গুরুত্বপূর্ণ। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।’

আপনার মূল্যবান মতামত দিন: