আইপিএলে নতুন দল কিনছেন রণবীর-দীপিকা
 প্রকাশিত: 
                                                ২৩ অক্টোবর ২০২১ ২৩:১০
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:৪৩
                                                
 
                                        আইপিএলে নতুন দল কিনতে আগ্রহী বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আইপিএলে এবার দলের সংখ্যা বাড়ানো হচ্ছে। ৮ দলের বদলে ১০ দল অংশগ্রহণ করবে টুর্নামেন্টে। ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে রয়েছে। এরমধ্যে রণবীর-দীপিকার দল কেনার জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে।
এদিকে, আইপিএলের নতুন দুটি দল কোন কোন শহর থেকে হবে, তা নিয়েও চলছে জল্পনা। আহমেদাবাদ এবং লখনৌ অন্যদের থেকে এখন এগিয়ে রয়েছে।
জানা গেছে, দুটি নতুন দল কেনার জন্য আগামী ২৫ অক্টোবর বিডিং হবে। বিডে সর্বোচ্চ দুই দরদাতা নতুন দলের মালিকানা পাবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই নতুন দলের মালিক হওয়ার জন্য দরপত্র চেয়েছে। এ পর্যন্ত ২০টি দরপত্র জমা পড়েছে। তাতে দীপিকা-রণবীরের দরপত্রও রয়েছে।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: