শাহরুখপুত্রের আইনজীবীর একদিনের পারিশ্রমিক ১০ লাখ রুপি!
প্রকাশিত:
১২ অক্টোবর ২০২১ ২২:৩২
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১২:১৫
মাদক মামলায় গ্রেপ্তার ছেলে আরিয়ান খানকে ছাড়িয়ে নিতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলিউড বাদশাহ্ শাহরুখ খান। নিয়োগ দিয়েছেন বলিউডের এক জনপ্রিয় ও ভারতের সবচাইতে নামি আইনজীবী সতীশ মানেশিন্দেকে।
জানা যায়, এই সতীশ মানেশিন্দে নাকি প্রতিটি কেসের জন্য দিনপ্রতি ১০ লাখ রুপি পারিশ্রমিক নেন মক্কেলের কাছ থেকে। শাহরুখের কাছ থেকে এর থেকে বেশি বই কম নিচ্ছেন না।
এতো অর্থ পাওয়া আইনজীবী এখনবধি সফল হননি। ঠেকাতে পারেননি আরিয়ানের জেল। তিনবার জামিন আবেদন করেও হেরে গেছেন। নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তাদের (এনসিবি) বুদ্ধিমত্তার কাছে হার মানছেন বারংবার।
আদালতে যুক্তি-তর্ক পরিবেশন করেও জামিনে বের করতে পারেননি আরিয়ান খানকে।
তথ্যসূত্র: ডিএনএ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে।
আপনার মূল্যবান মতামত দিন: