মাদক সেবনের অভিযোগে আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ
 প্রকাশিত: 
                                                ৪ অক্টোবর ২০২১ ০০:২৯
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:০৭
                                                
 
                                        মাদক সেবনের অভিযোগে বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মাদক সেবনের অভিযোগ উঠেছে আরিয়ানের বিরুদ্ধে। শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন ভারতের এনসিবির কর্মকর্তারা।
অভিযোগ উঠেছে, সেখানে পার্টি চলছিল। আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই রয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান। শুধু বলিউড নয়, ভারতের পুলিশ সূত্রে খবর- ফ্যাশন জগতের অনেকেও উপস্থিত ছিলেন সেখানে।
সেই ক্রুজ পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই অভিযান চালায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্র: ইন্ডিয়া টুডে।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: