বুধবার, ২১শে জানুয়ারী ২০২৬, ৮ই মাঘ ১৪৩২


অক্ষয়ের গাড়ি দুর্ঘটনায় কাকে গ্রেপ্তার করল পুলিশ?


প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৬ ১৫:১১

আপডেট:
২১ জানুয়ারী ২০২৬ ১৮:০৬

ফাইল ছবি

বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের নিরাপত্তা বহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই হার্ডলাইনে গিয়েছে পুলিশ। এই ঘটনায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে রাধেশ্যাম রাই নামক এক চালককে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের জুহু থানা পুলিশ।

সংবাদ সংস্থা এএনআই-এর বরাত দিয়ে জানা গেছে, অভিযুক্ত চালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ২৮১, ১২৫ (এ) এবং ১২৫ (বি) ধারায় মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে মূল অভিযোগ জনাকীর্ণ রাস্তায় চরম অসাবধানতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানো।

তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনার সূত্রপাত একটি বিলাসবহুল মার্সিডিজ গাড়িকে কেন্দ্র করে। অভিযুক্ত রাধেশ্যামের চালিত মার্সিডিজটি প্রথমে একটি চলন্ত অটোকে সজোরে ধাক্কা মারে।

অটোরিকশাটি সেই ধাক্কার তীব্রতায় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি আছড়ে পড়ে অক্ষয় কুমারের নিরাপত্তা বলয়ে থাকা একটি গাড়ির ওপর। দুর্ঘটনার রেশ সেখানেই থামেনি; অক্ষয়ের সেই নিরাপত্তা গাড়িটি এরপর ধাক্কা খায় অভিনেতার নিজস্ব এসইউভিতে।

ভয়াবহ এই ঘটনার সময় গাড়িতেই ছিলেন অক্ষয় কুমার ও তার স্ত্রী টুইঙ্কল খান্না। দীর্ঘ বিদেশ সফর শেষ করে সবেমাত্র মুম্বইয়ে পা রেখেছিলেন এই তারকা দম্পতি। বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথেই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন তারা। তবে ভাগ্যক্রমে অক্ষয় ও টুইঙ্কল বড় কোনো চোট পাননি বলে জানা গেছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top