মঙ্গলবার, ৯ই ডিসেম্বর ২০২৫, ২৫শে অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট ববির


প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২৫ ১০:১১

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৫ ১২:০২

ফাইল ছবি

ধর্মেন্দ্রর প্রয়াণের পর এই প্রথম বাবার স্মৃতিতে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করলেন অভিনেতা ববি দেওল। কবিতার ছন্দে হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে বাবাকে স্মরণ করলেন তিনি। বেঁচে থাকলে আজ ৯০তম জন্মদিন পালিত হতো বলিউডের 'হি-ম্যান' খ্যাত এই কিংবদন্তি অভিনেতার। কিন্তু জন্মদিনের ঠিক ১৪ দিন আগেই প্রয়াত হন ধর্মেন্দ্র।

বাবার মৃত্যুতে শোকস্তব্ধ দুই পুত্র সানি দেওল ও ববি দেওল এতদিন কোনো পোস্ট করেননি। তবে বিশেষ এই দিনটিতে আবেগ ধরে রাখতে পারলেন না ববি। বাবার স্মৃতিতে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় বাবা এবং আমাদের প্রিয় ধরম, তোমার কথা ভেবেই আমি এই লেখাটি লিখছি। তুমি আমাদের সকলকে যে ভালোবাসা দিয়েছো, পৃথিবীর আর কোথাও সেই ভালোবাসা নেই।’

ববি আরও লেখেন, ‘তুমি আমাদের প্রতিটি হাসি, প্রতিটি অশ্রুবিন্দুতে আমাদের পাশে দাঁড়িয়েছো। প্রতিটি কষ্টে তোমার হাত বাড়িয়েছো। যা কেবল আমাদের ধরমই করতে পারে।’

কিংবদন্তি অভিনেতার তারকা হয়ে ওঠার গল্প নিয়েও লিখেছেন পুত্র ববি। তিনি উল্লেখ করেছেন, ‘যখন তুমি তারকা হয়ে উঠলে, তখন তুমি সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে গিয়েছিলে, তাদের হাত ধরে। কারও হাত ছাড়োনি। তুমি গর্বের সঙ্গে দেশের নাম উজ্জ্বল করেছো। তুমি সকলের কাছে ‘হি-ম্যান’।’

ববি আরও লেখেন, ‘একজন মানুষ, কিন্তু ছোটবেলা থেকেই তুমি আমার নায়ক। তোমার কাছ থেকেই আমি স্বপ্ন দেখতে শিখেছি। তোমার থেকেই আমি আত্মবিশ্বাসী হতে শিখেছি। তোমার মূল্যবোধের কারণেই আমরা দেওল হয়েছি।’

শেষে লিখেছেন, ‘হৃদয় হলেও তোমার মতো হতে হয়। ভালোবাসালেও তোমার মতোই বাসতে হয়। মানুষ হলেও তোমার মতো হতে হয়। তুমি আমার বাবা, কিন্তু তুমি আমাদের সকলের ধরম। তোমার সন্তান হতে পেরে আমি গর্বিত। শুভ জন্মদিন, আমার প্রিয় বাবা। আমি তোমাকে আজীবন ভালোবাসব।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top