শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫, ২২শে অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


‘ফ্ল্যাট বিক্রি করেও অসুস্থ মাকে পর্যাপ্ত টাকা পাঠাতে পারিনি’


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৪

আপডেট:
৬ ডিসেম্বর ২০২৫ ২০:১৭

ফাইল ছবি

দীর্ঘ ছয় বছরের বিরতি ভেঙে ছোট পর্দায় ফিরেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার। সম্প্রতি 'মিলন হবে কত দিনে' নামের এক নতুন ধারাবাহিকে নায়কের বোনের চরিত্রে তাকে দেখতে পাচ্ছেন দর্শক। তবে এই দীর্ঘ বিরতির নেপথ্যে ছিল এক কঠিন ব্যক্তিগত সংগ্রাম, যা এবার প্রকাশ করলেন অভিনেত্রী।

একসঙ্গে অনেক কাজ না করার নীতিতে বিশ্বাসী অলিভিয়া। তাই শেষ ধারাবাহিক 'জয়ী'-এরপর টানা ছয় বছর ছোট পর্দা থেকে দূরে থাকার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ তার নিজের। এই সময়ে তিনি বিভিন্ন ধরনের কাজ করলেও, সিরিয়ালে আর কাজ করেননি।

ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘কাজ করতে করতে মনে হচ্ছিল, আমি যেন একটা মেশিনের মতো কাজ করছি। নিজের জন্য সময় পাচ্ছিলাম না। তাই তখন ছোট পর্দায় কাজ না করার কঠিন সিদ্ধান্তটা নিয়েছিলাম।’

তবে এই সিদ্ধান্তের ফলশ্রুতিতে তাকে পড়তে হয় আর্থিক সংকটে। ছোটপর্দার কাজ আর্থিক স্বচ্ছলতা দিলেও, সেই পথ ছেড়ে দেওয়ায় জীবনে নেমে আসে চরম দুরবস্থা। তার কথায়, ‘খুব অসুবিধা হয়েছিল। আমি একটি ফ্ল্যাট কিনেছিলাম। কিন্তু দেড় বছরের বেশি সেটি ভোগ করতে পারিনি। বাধ্য হয়ে বিক্রি করে দিতে হয়।’

আর্থিক সংকটের সময়েও তার ব্যক্তিগত চাপ আরও বাড়ে অসুস্থ মাকে নিয়ে। তিনি বলেন, ‘মায়ের শরীর ভালো নেই। টাকা পাঠানোর দরকার ছিল। কিন্তু এই পরিস্থিতিতে পর্যাপ্ত টাকা পাঠাতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘তাও জেদ ধরে ছিলাম। দেখছিলাম পারি কিনা। এই সময়টা পার করতে পারলে, আমি জানতাম যে কোনও পরিস্থিতিতে উতরে যেতে পারব। সমস্যায় পড়লেও, অদ্ভুত এক শান্তিতে ছিলাম।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top