শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫, ২২শে অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


‘পিকি ব্লাইন্ডার্স’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা, দেখা যাবে নেটফ্লিক্সেও


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২৫ ১০:৩১

আপডেট:
৬ ডিসেম্বর ২০২৫ ১১:৪০

ফাইল ছবি

দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এলো জনপ্রিয় অভিনেতা সিলিয়ান মারফি অভিনীত বহুল প্রতীক্ষিত ‘পিকি ব্লাইন্ডার্স’ সিনেমার মুক্তির তারিখ ও ফার্স্ট লুক। একই সঙ্গে জানা গেছে সিনেমাটির অফিশিয়াল নামও।

সিনেমাটির নাম রাখা হয়েছে ‘পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমমর্টাল ম্যান’। নির্মাতারা জানিয়েছেন, ২০২৬ সালের ৬ মার্চ মুক্তি পাচ্ছে সিনেমাটি।

ডেডলাইন-এর প্রতিবেদন অনুযায়ী, শুরুতে এটি নির্দিষ্ট কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। হলে মুক্তির কিছুদিন পর, অর্থাৎ ২০২৬ সালের ২০ মার্চ থেকে বিশ্বব্যাপী ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ স্ট্রিমিং হবে সিনেমাটি।

টম হার্পারের পরিচালনায় এবং স্টিভেন নাইটের চিত্রনাট্যে তৈরি এই সিনেমায় আবারও আইকনিক ‘টমি শেলবি’ চরিত্রে ফিরছেন অস্কারজয়ী অভিনেতা সিলিয়ান মারফি। ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত চলা বাফটা-জয়ী এই সিরিজে তিনি এই চরিত্রে অভিনয় করেছিলেন।

সিনেমায় মারফি ছাড়াও অভিনয়ে থাকছেন রেবেকা ফার্গুসন, টিম রথ, সোফি রান্ডেল, ব্যারি কিওগান, স্টিফেন গ্রাহাম এবং জে লিকারগো। এছাড়া সিরিজের পুরনো অভিনেতাদের মধ্যে নেড ডেনেহি, পাকি লি এবং ইয়ান পেককেও দেখা যাবে।

সিনেমার গল্পের প্রেক্ষাপট, ১৯৪০ সালের বার্মিংহাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলের মধ্যে টমি শেলবি তার স্বেচ্ছা নির্বাসন থেকে ফিরে আসেন। পরিবার ও দেশের অস্তিত্ব যখন সংকটে, তখন টমিকে তার নিজের অতীতের মুখোমুখি হতে হয়। নিজের লিগ্যাসি বা ঐতিহ্যকে রক্ষা করবেন নাকি ধ্বংস করে দেবেন- সেই কঠিন সিদ্ধান্তের মুখেই দেখা যাবে তাকে।

সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত সিলিয়ান মারফি। এ নিয়ে এক বিবৃতিতে বলেন, ‘এই সিনেমাটি ভক্তদের জন্যই তৈরি করা।’

উল্লেখ্য, ২০২২ সালে ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজের ষষ্ঠ সিজন শেষ হয়। এরপর ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ সিনেমায় অভিনয় করে অস্কার জিতে নেন সিলিয়ান মারফি। তবে টমি শেলবি চরিত্রটি তাকে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top