‘শীতে প্রেমিকের হুডি চুরি করতাম, এবার কিনতে হবে’
প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৮
আপডেট:
৪ ডিসেম্বর ২০২৫ ১৫:০৩
টলিপাড়ায় অভিনেত্রী সৌরসেনী মিত্রের প্রেম জীবনের নতুন গুঞ্জন। যদিও এই আলোচনা নতুন নয়। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তার সম্পর্কের রসায়ন নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছিল। কিন্তু সম্প্রতি এক মন্তব্যে সেই প্রেমের বিচ্ছেদ নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা।
শাড়ি ব্যবসায়ী নিখিল জৈন, যিনি একসময় অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, তিনি নাকি টলিপাড়ার এই তরুণীর সঙ্গেই দ্বিতীয়বার সম্পর্কে জড়িয়েছিলেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, একসময় নিখিলের ব্যবসার প্রচার মুখও ছিলেন সৌরসেনী। ২০২৩ সালে বারাণসীতে একটি বিজ্ঞাপনী শুটিংয়ের সূত্রেই নাকি দুজনের ঘনিষ্ঠতা বাড়ে, যা পরে প্রেমে রূপ নেয়। এরপর তাদের একাধিক পার্টিতে একসঙ্গে দেখা গেছে।
সবচেয়ে বেশি নজর কেড়েছিল গত বছরের নভেম্বরে। ইডেন গার্ডেনে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকা খেলার দিন তাদের দুজনকে একসঙ্গে গ্যালারিতে দেখা গিয়েছিল।
কিন্তু ২০২৫ সালের ১ জানুয়ারি সেই গুঞ্জন যেন সত্যি হয়েছিল। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নিখিলের বাহুলগ্না একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সৌরসেনী নিজেই সিলমোহর দেন সেই সম্পর্কে। ছবির ক্যাপশন ছিল, ‘হ্যালো ২০২৫, তোমাকেও হ্যালো নিখিল।’
সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সৌরসেনী। সেখানেই শীতকালের প্রসঙ্গ টেনে এক আক্ষেপের কথা বলেন তিনি, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘একটা জিনিস এবারের শীতে আমার খুব মিস হয়ে যাবে। আমি বয়ফ্রেন্ডের থেকে তার হুডি চুরি করতাম। এবার সেটা হবে না আর। মনে হয় এবার আমাকে একটা হুডি কিনতে হবে! এবার আর চুরি করা যাবে না।’
অভিনেত্রীর এই মন্তব্য স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে, যে তার আর নিখিল জৈনের সম্পর্ক আর আগের মতো নেই। প্রিয়জনের জিনিস চুরি করার মতো মিষ্টি অভ্যাস আর হয়তো পূরণ হবে না বলেই মনে করছেন সৌরসেনী। এই মন্তব্যের পর টলিপাড়ায় এখন একটাই প্রশ্ন তাহলে কি নিখিল-সৌরসেনীর পথ সত্যিই আলাদা হয়ে গেল?
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: